নাচে পহুঁ নিত্যানন্দ ভুবন-আনন্দ-কন্দ বৃন্দাবন গুণ শুনিয়া। বাহু যুগ তুলি সঘনে বলে হরি চলত মোহন ভাতিয়া।। কিবা সে মাধুরী বচন-চাতুরী রহত গদাধর হেরিয়া। মাধব গৌরীদাস। মুকুন্দ শ্রীবাস গাওত সময় বুঝিয়া।। নাচে নিত্যানন্দ চান্দ রে। প্রেমে গদগদ চলে আধ পদ ধরিয়া গদাধর হাত রে।।ধ্রু।। ও চান্দ বদনে হাস ঘনে ঘনে অরুণ লোচন-ভঙ্গিয়া। কুসুম-হার হৃদি দোলত সুঘর […]
keyboard_arrow_right