মাধব তোঁহে কি বোলব আর।
জগতে লোটায়লি ধনিক কলেবর
শোভা রতন ভাণ্ডার।।
চমরি লইল কেশ বিদ্যাধরী নিল বেশ
অঙ্গ শোভা নিল শশিকলা।
মৃগী নিলে দুটি আঁখি ভুরু নিলে খঞ্জন পাখি
মৃদু হাসে লইল চপলা।।
বিম্ব নিল ওষ্ঠাধর নাসা নিল খগবর
দশন জ্যোতি লইল মুকুতা।
গৃধিনী লইল কর্ণ চম্পক লইল বর্ণ
তোমার রাধার এতেক বিতথা।।
কুচ যে কনয়া গিরি শ্রীফল করিল চুরি
ভুজ নিল পঙ্কজ মৃণালে।
রামরম্ভা জিনি ঊরু চলন মাধুরী চারু
রাজহংস চুরি করিল ভালে।।
ব্রজে রাধা একা পাইলা সবে মেলি লুটি লইলা
শুন শুন নিঠুর মাধাই।
এ গতিগোবিন্দ ভণে ধরি তোমার শ্রীচরণে
একবার চল ব্রজে যাই।।