নিল মোর নাগর কে হরিআ। কিরূপে রহিমু ঘরে কালারে না দেখিআ।। ধু
জীবেরজীবন নাগরমোর সে বন্ধুআ। জুগল নআন কালা মোর ভাল বন্ধুআ।।
বল বুদ্ধি জ্ঞান নাগর এরঙ্গ রঙ্গিআ। রসের রসিআ নাগর কে নিল ভাঁড়িআ।।
হেন জদি জানি নাগর জাইবে ছাড়িআ। মনৌঅরে কহে হৈতুম তার সঙ্গে সঙ্গিআ।।