নিশি অবশেষে জাগি বরজেশ্বরি
হেরই বালকমুখ চান্দে।
কতহুঁ উল্লাস কহই না পারিয়ে
উথলই হিয়া নাহি বান্ধে।।
আনন্দ কো করু ওর।
শুনি ধনি নন্দ গোপেশ্বর আয়ল
শিশুমুখ হেরিয়া বিভোর।।ধ্রু।।
চলতহিঁ খলত উঠত খেনে গীরত
কহি সব গোকুল লোকে।
আয়ল বন্দিগণ ব্রাহ্মণ সজ্জন
করতহিঁ জাত বৈদিকে।।
দধি ঘৃত নবনি হরিদ্রা হৈয়ঙ্গব
ঢালত অঙ্গন মাঝে।
কহ শিবরাম দাস আনন্দে নাচত
গাওত ব্রজবর রাজে।।