নিষেধ নিলজ বনমালী।
বাথানে কি ভেটে চন্দ্রাবলী।।
তুমি ইহায় পুছহ বড়াই।
কিবা ধন মাগয়ে কানাই।।
হেমঘট দেখিয়া পাঁতরে।
চোরার মন সাত পাঁচ করে।।
মাকড়ের হাতে নারিকেল।
খাইতে সাধ ভাঙ্গিতে নাহি বল।।
ফণীর মাথায় মণি জ্বলে।
তাহা কে লইতে পারে বলে।।
বড়ু কহে বাসলীর বরে।
বাঙন কি চাঁদ ধরে করে।।