নীকে যমুনা কুল, নীকে নিপ মূল,
নীকে ত্রিভঙ্গিম অঙ্গ মনোহর।
নীকে বনমাল, বিলোল বিলোপন,
মলয়জ উরে পর পীত বসন-বঁর।।
মোহন মুরতিকে বলিহারি।
ব্রজ যুবতিক চিত চকিত চোরায়ত
রঙ্গে মলয়জ নেহাবি।।
নীকে মণি ভূষণ কিরণ, বনায়ল অবনি
অনঙ্কুর প্রতি অঙ্গ লাবণি।
নীকে মুখচন্দ্র, চকোর দুহুঁ লোচন
কুঞ্চিত অধরে মৃদু গায়নি।।
নীকে শিখিচন্দ্র চিকুর পর সোহন,
নব মালতীর মাল সাজনি।
জ্ঞানদাস কহ সো অপরূপ রস
ভালে তিলক পর সোহনী।।