নীরস-সরসিজ ঝামর-বয়না।
তুয়া গুণ গুণইতে চমকিত-নয়না।।
খেণে মুখ গোই রোই খেণে হসই।
হিয়া অভিলাষে চলত মহি খসই।।
এ হরি পেখলুঁ সো গজ-গমনি।
জিবইতে সংশয় কুল-বর রমনি।।
অনুখণ-মনসিজ মন মাহা হনই।
হিমকর-কিরণহিঁ থির নাহি মনই।।
খেণে উঠে খেণে বৈসে শুতি রহু ধরণী
বিষ-শরাঘাতে যৈছে কাতর হরিণী।।
কত যে বিছায়ব কমল-দল শেজ।
ছটফটি শয়নে জীউ নাহি তেজ।।
গোবিন্দদাস কহ শ্যামর চন্দ।
তুরিতে মিলহ ধনি টুটউ দ্বন্দ্ব।।