নীলাচলে কনকাচল গোরা।
গোবিন্দ ফাগু রঙ্গে ভেল ভোরা।।
ফাগু খেলত গৌরতনু।
প্রেম সুধা সিন্ধু মুরতি জনু।।
আবিরে অরুণ তনু অরুণহি চীর।
কণ্ঠহি লোলিত অরুণিম মাল।
অরুণ ভকতগণ গায় রসাল।।
কত কত ভাব বিথারল অঙ্গ।
নয়ান ঢুলাঢুলি প্রেম তরঙ্গ।।
লহু লহু হাস গদাধর হেরিয়া।
সো নাহি সমুঝল গোবিন্দদাসিয়া।।