নীলাচলে কবে মঝু নাথ।
সহিত দেখিব জগন্নাথ।।
রামরায় স্বরূপে লইয়া।
নিজ-ভাব কহে উঘারিয়া।।
মোর কি হইবে হেম দিনে।
তাহা মুঞি শুনিব শ্রবণে।।
পুন কিয়ে জগন্নাথ দেবে।
গুণ্ডিচা-মন্দিরে চলি যাবে।।
প্রভু মোর সাত সম্প্রদায়।
করিবে কীর্ত্তন উচ্চ-রায়।।
মহানৃত্য কীর্ত্তন-বিলাস।
সাত ঠাঞি হইবে প্রকাশ।।
মোর কি এমন দিন হব।
সে সব কি নয়নে দেখিব।।
সকল ভকতগণ মেলি।
উদ্যানে করিবে নানা কেলি।।
বৈষ্ণবদাসের অভিলাষ।
দেখি মোর পুরিবেক আশ।।