নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সাড়া।
নাগর উঠিয়া বলে কে রাই হেন পারা
ও কে এলে হে ধনী প্রেমময়ী রাধা।
তব দরশনে দূরে গেও মনসিজ বাধা।।
তুমি আমার সরবস দুনয়ানের তারা।
তুয়া বিনা সবদিগ লাগে আন্ধিয়ারা।।
তুমি মোর জপতল তুমি ব্রত দান।
তুমি আমার মূলমন্ত্র তুমি হরিনাম।।
তখন আনিয়া যমুনার যারি ধোয়ায় দুই পায়।
পীত বাসে মুছে পদ অনিমিখে চায়।।
তা দেখি ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে।
গোবিন্দদাস ভাসে আনন্দ সায়রে।।