নূপুর-কলরব শুনইতে মাধব
কুঞ্জক হোই বাহার।
চলইতে খলই বলই সব আভরণ
অম্বর নহত সম্ভার।।
সজনি অদভুত কানুক নেহ।
আগুসরি আদর ভাবহি বাদর
কি করব না পায়ই থেহ।।ধ্রু।।
কর গহি সঙ্কেত লেই পরবেশই
করু নিরাজন নিজ হাত।
শীকরযুত সরসিজদলে বীজই
মলয়জ লেপই গাত।।
রাই পুন দরশ-পরশ রসে নিমগন
লাজহি অবনত মুখ।
হেরি রাধামোহন সোই সুশোভন
মীটব পুরুবক দূখ।।