নৃত্যগীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে।
পরম আনন্দে পহুঁ আইলা সর্ব্ব পথে।।
তবে শুভক্ষণে পহুঁ সকল মঙ্গলে।
আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে।।
তবে আই পতিব্রতাগণে সঙ্গে লৈঞা।
পুত্রবধূ গৃহে আনিলেন হৃষ্ট হৈঞা।।
গৃহে আসি বসিলেন লক্ষ্মী নারায়ণ।
জয়ধ্বনিময় হৈল সকল ভবন।।
কি আনন্দ হৈল সেই অকথ্য কথন।
সে মহিমা কোন জনে করিবে বর্ণন।।
শ্রীচৈতন্য নিত্যানন্দ চাঁদ পহুঁ জান।
বৃন্দাবন দাস তছু পদযুগে গান।।