পতি বিনে সতী কান্দে শিরে দিয়া হাত।
সেই দশা কৈল মোরে স্বামী লোকনাথ।।
পড়িনু অগাধ জলে কূল রহু দূর।
কেশে ধরি তুলি লহ আচার্য ঠাকুর।।
দশরাত্রি সঙ্গে রাখি বহু কৃপা কৈলা।
রামচন্দ্র কবিরাজের হাতে সঁপি দিলা।।
রামচন্দ্র কবিরাজ মোর লাগি কয়।
হেন কৈর নরোত্তমের যেন কিছু হয়।।
রামচন্দ্র কবিরাজের হাতেতে সঁপিয়া ।
শ্রীনিবাস গুণনিধি গেলেন ছাড়িয়া।।
হায়রে দারুণ বিধি কিনা দুঃখে দিলি।
শ্রীনিবাস গুণনিধি কাড়িয়া লইলি।।
কান্দিতে কান্দিতে কহে নরোত্তম দাস।
আমা ছাড়ি কোথা গেলা প্রভু শ্রীনিবাস।।