পন্থ ছুড় যমুনাতে যাই রে নন্দের গোপাল রে। ধু
গোপাল রে জল নাই মোর কলসীতে, চলিনু যমুনায় যাইতে রে
ও রে পথে কেনে দেও পরিবাদ রে।
গোপাল রে কোন দুয়ারে আইলায় ঘরে,
চিনিতে না পাইলাম তোরে, ও রে নিদ্রা গেলে লনী করো চুরি রে।
গোপাল রে তুমি খাইলায় লনী খানি রাধা হইলাম কলঙ্কিনী রে
ওরে লোকে বলে আমি অপরাধী রে।
গোপাল রে ননদী মোর আগদুয়ারে সদায় বিবাদ করে।
ওরে আমি নারী কেমনে হইমু বার রে।
গোপাল রে যদি সে সন্ধান কর ননদী মারিতায় পার,
ওরে সুখে করি প্রেম আলাপন রে
গোপাল রে যদি তোর ছিল মনে, কান্দাইতে রাত্র দিনে রে,
ওরে তবে কেন বাড়াইলায় পিরিতি রে।
গোপাল রে পাগল আরকুমে বলে ননদীরে দূর কইলে রে
ওরে বন্ধের সনে হইব মিলন রে।