সই সই কহিতে খাঁখার পিআর বেভার শুন প্রাণ সই রে। ধু
সই সই কি মোর রান্ধন কি মোর বান্ধন কি মোর হলদি বাটা।
মনের আগুনে বনেতে জাইমু রাখিমু সোআমীর খোঁটা।।
সই সই গাছে ধরে ফল নারাঙ্গি কমল বাদুরে চুসিআ খাএ।
আহ্মার সোআমী হালিআ গোঁআর শুতিলে সে নিদ্রা জাএ।
সই সই যাহার সোআমী রসিআ নাগর সে নারীর কিসের দুঃখ।
দিনের পাপখানি দিনেতে খণ্ডাইব দেখিয়া সে চান্দ মুখ।।
সই সই বাপ না মা এরে কি দোষ দিমু রে কুল চাহি দিল বিহা।
হাতে হাতে ধরি গলাএ বান্ধি দড়ি সাগরে ডুবাইল নিআ।।
সই সই কি মোর নিশি কি মোর দিশী কি মোর এ রবি শশী।
ঘরের সোআমী হাসিআ ন বোলাএ মুঞি অপরাধী দুসি (দোষী)।।
সই সই ন জানি কি দোষে পিআ মোরে রোষে নিদআ হৃদএ পিউ।
কহে সিরতাজে সোআমী উদ্দেশে সহজে তেজিমু জিউ।।