পরম পবিত্র সার শ্রীঅঙ্গ পরশে যার
দানব্রত তুয়া নামে পাই।
তীর্থ সহস্র কোটী সার আঁখির দুটি
নিজ অঙ্গ ধরিয়াছ রাই।।
ব্রহ্মাদি সাবিত্রী যার নারে কোন স্পর্শিবার
প্রেম হইতে আনু তিরিতি।
দিবানিশি হেন বাসি অমৃত সাগরে ভাসি
চিন্ময় শুদ্ধ তোহারি পিরিতি।।
মলয় বাতাসে যেন চন্দন সে তরুগণ
ঐছে মলয় তছু অঙ্গ।
ঐছে লাগিয়া ধনি অনুরাগে হইলাম দানি
নিশি দিশি চাই তুয়া সঙ্গ।।
তোমার পরশে ধনি কোটী তীর্থ হেন মানি
সুধা লাগি যৈছে চকোর।
নাগর বচন শুনি পুলকিত ভেল ধনি
বলরাম দাস তাহে ভোর।।