পরশিতে রাই-তনু আপনে ভুলল কানু
মূরছি পড়ল ধনি-কোর।
শ্যামকে হেরইতে ধনি ভেল গদগদ
ঢরকি ঢরকি বহে লোর।।
শ্যাম মুরছিত হেরি চকিতে ললিতা ফেরি
রাধা-মন্ত্র শ্রুতি-মূলে দেল।
অঙ্গ মোড়াইয়া কানু নিরখই রাই-তনু
হেরি সখী সচকিত ভেল।।
চিত্র-পুতলি যেন বেঢ়ল সখিগণ
নিরখই শ্যাম-মুখ-চন্দ।
কি ভেল কি ভেল বলি ধাওল বিশাখা আলি
সব জনে লাগল ধন্দ।।
শ্যামর-সুন্দর- বদন-সুধাকর
সুমুখি নেহারই সাধে।
উপজল উল্লাস কহই মাধবি দাস
বিদগধ মাধব রাধে।।