পরিজন-সকল মন্দির তেজি গেলহি
চান্দ-গহন দিন লাগি।
একলি মন্দিরে রহ বর-নাগরি
নিন্দ-ভরে যামিনি জাগি।।
বিদগধ মাধব রসিক সুজান।
রাইক পিরিতি বিনতি নাহি জানসি
অবিলম্বে করহ পয়াণ।।
মঙ্গল-কলস ঠাম ঠাম পূরল
চূত পল্লব ধরু তায়।
সহচরি মেলি রঙ্গ রস কৌতুক
আনন্দে ওর না পায়।।
অভরণ বসন অঙ্গে সব শোহন
হেরইতে রতি-পতি ভুলে।
গোবিন্দদাস কহই বর-নাগরি
বিহি তুহে ভেল অনুকূলে।।