পিরিতিক রীত কোন অবগাহই
সহজই বঙ্কিম সোই।
যো রস-ধাধসে ধস ধস অন্তর
পাঁজর জর জর হোই।।
সজনি তোহে কহি কানুক নেহা।
যত যত নীত চীতে মঝু উঠয়ে
ভাবিতে আকুল দেহা।।
পরবশ হোই যোই ধনি জীবই
প্রেম-বিলাসক আশে।
দরশন দুলহ দূরে রহুঁ লালস
নিচয়ে মরণ অভিলাষে।।
মরমক বোল কহত হিয়া ডোলত
কো কহ জনি পরিবাদে।
গোবিন্দদাস বচনে হাম ভুললুঁ
তে ভেল এত পরমাদে।।