পিয়া পরসঙ্গ রঙ্গ রূপ কহইতে
অতি আকুল ধনি ভেলা।
জনু কুহুপক্ষ পরশে কলানিধি
মলিন খীণ ভই গেলা।।
শিথিল বলয়া কর তরলিত কঙ্কণ
বসন না সম্বরে অঙ্গে।
ভাব হার উর কম্পিত কলেবর
লোচনে লোর তরঙ্গে।।
কুবলয় নীলবরণ তনু সামরি
ঝামরি পিউ পিউ ভাষ।
জনু দিন মাঝ তপনে নবপল্লব
জীবয়ে ইন্দুক আশ।।
হিয় ধক ধক ধনি ধরণি লোটায়ই
তেজই দীঘ নিশাস।
রায় বসন্ত হেরি রাইকে থির করি
কহয়ে বচন আশোয়াশ।।