পীত-ধটী হেম-কাঁঠি মোহন চূড়া মাথে।
গাভী-দোহন-ভাণ্ড শোভে বাম হাতে।।
শিঙ্গা বেণু মুরলী দক্ষিণ কক্ষ মূলে।
ধবলি বলিয়া ধায় কালিন্দীর কূলে।।
লম্বিত গুঞ্জার মালা গোরোচনা ভালে।
গোধূলি-ধূসর অঙ্গ কানে ফুল-ডালে।।
ছান্দনের ডুরি আর রাঙ্গা লড়ি হাতে।
নবচন্দ্রদাস রহে চাহি এক ভিতে।।