মোহন যমুনা মাঠে অশোকের বন। নবীন পল্লব সব অতি সুশোভন।। তার মধ্যে দুই ভাই কৃষ্ণ বলরাম। সখা সঙ্গে বিহরয়ে অতি অনুপাম।। নবীন-জলদ-শ্যামতনু মনোহর। ধাতু-রাগ নব-গুঞ্জা-শৃঙ্গ-বেণুধর।। কদম্ব-মঞ্জরী কানে শিখি-চন্দ্রচূড়ে। পীতবাস-পরিধান বন মালা উরে।। শ্রীদামের অংসে বাম হস্তপদ্ম দিয়া। দক্ষিণ হস্তেতে এক পদ্ম ঘুরাইয়া।। দাঁড়াইয়া তরুতলে সঙ্গে বলরাম। নব মেঘে চান্দে কিয়ে ভেল এক ঠাম।। আহীর বালক […]
keyboard_arrow_right