ভালি রে গোপাল চূড়ামণি।
বংশীবটের মাঠে গোঠের সাজনি।।
বান্ধিয়া মোহন চূড়া গুঞ্জার আটনি।
বরিহা বকুল মালে ঈষৎ টালনি।।
গলায় ফুলের দাম গো ধূলি সব গায়।
নাচিয়া যাইতে সে মঞ্জীর বাজে পায়।।
মণিময় আভরণ শ্যাম কলেবর।
তড়িতে জড়িত যেন নব জলধর।।
সভার সমান বেশ নাটুয়া-কাচনি।
সঘনে পবন-বেগে ফিরায় পাচনি।।
ব্রজ বালকের সঙ্গে রঙ্গে চলি যায়।
নবচন্দ্র দাস পায় পড়িয়া লোটায়।।