“পীরিতি” আখর পাইয়া সকল
ভব-বিরিঞ্চি-হর তারা।
পুলক হইল পিরীতি পাইয়া
নয়নে গলয়ে ধারা।।
“এহেন সম্পদ্‌ কোথা না রাখিব
থুইতে পরতিত নাঞি।
জানি বা কখন কে লয় চোরাঞা
থুইব সুজন ঠাঞি।।”
এ কথা রচিঞা সভাই কহল–
“রাখহ শিবের স্থানে।
মহা সে বৈষ্ণব কৃষ্ণপরায়ণ
প্রধান ভকত নামে।।”
“পিরিতি” আখর সব দেবগণ
চাহি মহাদেব পানে।–
“পিরিতি আখর পাইল যেমতে
সকল জানহ মনে।।
এই না পিরিতি তোহে সমর্পিল
রাখহ হৃদয়-স্থানে।”
দেখিঞা হরস হইল অন্তর
দিন চণ্ডিদাস ভনে।।