পুত্র কোলে করি বসু ভাবে মনে মনে।
কারাগার হৈতে বাহির হইব কেমনে।।
দ্বারীগণ নিদ্রাগত দ্বার বিমোচন।
দূরে গেল দুষ্ট দৈত্য-দারুণ-বন্ধন।।
বাহির হইল বসু কোলে করি হরি।
চলিল ব্রজের পথে নারায়ণ স্মরি।।
ঘোর অন্ধকার পথ দেখিতে না পায়।
বিদ্যুতে কিঞ্চিৎ আলো অনুসারে যায়।।
জ্ঞানদাসেতে বলে কি চিন্তা তাহার।
বিরিঞ্চি-বাঞ্ছিত চিন্তামণি কোলে যার।।