পুন হরি নাগরী চুম্বই বেরি বেরি
অধরসুধা করু পান।
মদনমহোদধি উছলি উছলি পড়ু
ডুবল নাগর কান।।
উচ কুচ কলস পরশ করি নাগর
ভাসই যৌবন বানে।
নবরতি সুখে দুখ ধনী ভাবই
নাহ মিনতি নাহি মানে।।
কপট রোই ধনি পিয়া কর বারই
করে কুচ রহলি ঝাঁপাই।
বিথারল কেশ বেশ নীবি-বন্ধন
উর মুড়ি আসন ছাপাই।।
বিকট কপট দিব করি নব নাগর
নাগরি কোরে বসাই।
ঘন কুচ মর্দ্দনে দৃঢ় পরিরম্ভণে
কপটে মুরছে ধনি রাই।।
সুরতিসমর রসে কানু মন মাতল
কমলিনি কাতর বালা।
সব অঙ্গ শিথিল স্বেদ জলে তীতল
মরদিত চম্পক-মালা।।
ধনি হেরি নাগর পড়লহি ফাঁপর
ছোড়ল কেলি-বিলাস ।
কহ কবিশেখর কানু ভেল কাতর
চীরহি করত বাতাস।।