প্রভাত সময়ে কাক ফুকারিয়া
আহার, বাঁটিয়া খায়।
পিয়া আসিবার বচন কহিতে
তাহিঁ আন থলে যায়।।
সখি একথা কহিয়ে তোরে।
চিরদিন পরে কোন বিধাতা
সদয় হইল মোরে।।
নিশি অবশেষে কান্দিতে কান্দিতে
নিদঁ আওল আঁখে।
বুকে দুটি হাত হৈয়া অতি ভীত
দাঁড়াইলা সম্মুখে।।
চমকি উঠিয়া কোরে আগোরিতে
চেতন হইল মোর।
মুরছি পড়িতে নিকটে বিশাখা
আমারে করিল কোর।।
হিয়া দগদগি পরাণ পোড়য়ে
তবহি সন্তোষ হোয়।
জ্ঞানদাস কহে শুনহ সুন্দরি
বন্ধুয়া মিলব তোর।।