প্রভো, বিশ্ব মূলাধার, অনন্ত নাম ধর তুমি, তোমার হয় অনন্ত আকার।
কখন সাকারেতে বিরাজ কর, কখন নিরাকার।।
কেহ তোমায় বলে কালী, কেহ বলে বনমালী।
কেহ খোদা আল্লা বলি, তোমাকে ডাকে সারাৎসার।।
নামের গুণে পারের দিনে সকলি হয় পার।
অনন্ত নাম ধরে ধরে, ভক্তে বাঁধ ভক্তি ডোরে, তোমারে টানে অনিবার।।
তুমি দয়া করে ঘুচাও নাথ মনের অন্ধকার।
হিন্দু কিম্বা হৌক মুসলমান, তোমার পক্ষে সবই সমান,
আপন সন্তান জাতির কি বিচার ?
ভক্ত, সকল জাতির শ্রেষ্ঠ চণ্ডাল কি চামার।।
জন্ম নিয়া মুসলমানে বঞ্চিত হব শ্রীচরণে, আমি মনে ভাবি না একবার।।
(এবার) লাল মামুদে হরে কৃষ্ণ নাম করেছে সার।।