সোনারমানুষ ন’দে এলো রে, ভক্তসঙ্গে, প্রেমতরঙ্গে ভাসিছে শ্রীবাসের ঘরে।। (ও তাঁর) সোনার বরণ, রূপের কিরণ, দেখতে নয়ন ঝরে।। (গৌর) হরি নামের বন্যা আনি, ধন্য করেছ ধরণী, বিরাম নাই আর দিন রজনী, নামেরস্রোত চলেছে ধীরেধীরে, কলির জীবকে ভাসাইয়ানিচ্ছে প্রেম সাগরে।। সোনার মানুষ, সোনার বরণ, সোনার নুপূর, সোনার চরণ, চারিদিকে সোনার কিরণ, ছুটেছে আলোকিত করে, কত লোহার […]
keyboard_arrow_right