প্রাণনাথ কৃপা করি শুন দুঃখ মোর।
আপন অনন্ত গুণে হেনমহাপাপিজনে
দয়া কৈলা যার নাহি ওর।।ধ্রু।।
প্রেম-সেবা-প্রাপ্ত্যুপায় উপদেশ দিলা তায়
মুঞি তার না ছুইলুঁ গন্ধ।
আপন করম-দোষে সেবিলুঁ বিষয়বিষে
মোর দেখি পুন ভব-বন্ধ।।
যত পাপ-সঞ্চার যত অপরাধ হয়
তাহার আলয়-রূপ আমি।
মোর মন দুষ্ট যত তাহা না কহিব কত
কিবা নাহি জান প্রভু তুমি।।
সেই সব ভাবিতে মুখ নাহি ক্ষেমাইতে
কত বা ক্ষেমিবা নিজ-গুণে।
নিরঙ্কুশ কৃপাময় অনায়াসে সব হয়
ফুকারয়ে এ রাধামোহনে ।।