প্রাণনাথ ব্রজে না আইল এইরূপ যৌবন রহিল।।ধু
এই ভরা যৌবন কালে শ্যাম ব্রজে নাই, বিরহিনী একাকিনী কান্দিআ গোমাই।
শ্যামের লাগ্যা ভাব্যা সদাএ তনু মোর শেষ হৈল।।
শতদল কমল মোর হইল বিকাশ, হেনঞি সময়ে হরি নাই মোর পাশ।
সোনার মন্দির শূন্য আমার বৃথাএ এই জনম গেল।।
যত ব্রজবাসী নারী পতি করি সং, যার যেই মন বাঞ্ছা পুরে মনে রং।
মোর পিয়া নাই ঘরে বিচ্ছেদ মনে রৈল।।
কহে শ্রীকমর আলী শুন গো প্যারী, না আসিব ব্রজে তোমার প্রাণের হরি।
কুবুজার ভাব ভুল্যা মথুরাতে শ্যাম রৈল।।