প্রাণের হরি হরি এইবার করহ করুণা।
যুগল চরণ দেখি সফল হইব আঁখি
এই মোর মনের বাসনা।।
নিজ পদ সেবা দিবে নাহি মোরে উপেখিবে
দুহুঁ পহু করুণা সাগর।
দুহুঁ বিনু নাহি জানু এই দঢ় মনে মানু
মুঞি অতি পতিত পামর।।
দুহুঁ প্রভু কৃপাসিন্ধু অধম জনার বন্ধু
নিবেদন করহু চরণে।
এইবার পূরাহ আশ দুঃখ মোর যাউ নাশ
দেখো যেন জীবনে মরণে ।।
পাব রাধাকৃষ্ণ কৃপা ঘুচিব মনের বেথা
দূরে যাবে এসব বিকলে।
নরোত্তম দাসে কয় এই বাঞ্ছা সিদ্ধি হয়
তবে মুঞি হইব সফলে।