প্রাত সহচরি সঙ্গিহি বৈঠল
মানিনি মন মাহা ভাবই।
শ্যাম মুখ যহিঁ পেখি পুন নাহি
সোই দেশ হাম যাবই।।
রভস পুন শুনি শ্যাম গুণমণি
মনহিঁ মনহিঁ বিচারই।
পাঁজি করে লই একলি নাগর
গণকরূপ ধরি যাবই।।
রাই তহিঁ হেরি পুছই বেরি বেরি
দেশ ইহ কোন সো হই।
সোই কহে পুন কানু বিহরন
ভুবনে হেন নাহি হোয়ই।।
বাণি ইহ শুনি রোখে পুন ধনি
পাঁজি তছু লেই ডারই।
শ্যাম নিরখই রোখ প্রকটই
অঙ্গবসন উঘাড়ই।।
রাই চমকিনি হাসি মুচকিনি
দেই রোখ বিনাশই।
রায় রঘুপতি বল্লভ সঙ্গতি
বৃন্দাবন দাস ভাষই।।