প্রেমের পীরিতি কিসে উপজিল
প্রেম সে বলিব কারে।
কেবা কোথা পাইল কেবা সে দেখিল
এ কথা বলিব কারে।।
পাতের ফুলে ফুলের কিরণ
তাহার মাঝারে যেই।
তাহাতে অনেক যতনে নিঙ্গাড়ে
যুবক রসিক সেই।।
প্রেমের চাতুরি চতুর হইয়া
তিনের কাছেতে থাকে।
চারিটি আখর হরিতে পূরিতে
তাহে যেবা বাকি থাকে।।
তাহার বাকিতে প্রেমের আখর
পীরিতি আখর জড়।
সকল আখর জড় করি দেখ
প্রেমের আখর দড়।।
ছয়টি আখর মূল করি দেখ
তাহার ঘুচাই দুই।
চণ্ডীদাস কহে এ কথা বুঝিবে
রসিক হইবে যেই।।