প্রেমের বাঁশী বাজায় বসি চল গো সখি জলে যাই।
কোন বিপিনে বাজায় বাঁশী আমার প্রাণ কানাই।।
হায় গো শ্যামের বাঁশী সর্বনাশী ভালবাসি দুষী রাই।।
বাজায় বাঁশী দূরে বসি প্রাণ কানাইয়া হাসি হাসি
গলে দিয়া প্রেম ফাঁসি কলঙ্কি বানাই।
গেল বন্ধু পরদেশী সদা আশে থাকি বসি
আমি যে তার চিরদাসী আমারে তার মনে নাই।।
সখি গো করলো বন্ধে যত খুসী বুকেতে লাগাইল অসি
গলে রশি গেল গো লাগাই।।
তবু রিয়াছত খুশী শুনলে বাঁশী আর যদি তাঁর চরণ পাই।।