প্রেমের ভাব জেনেছে যারা গুরুরূপে নয়ন দিয়া হয়েছে, আপ্ত হারা।
সুখ্য, শান্ত, দাস্য প্রেমে বাৎসুল্যা আর মধুর প্রেমে —
পঞ্চ প্রেমের পঞ্চতত্ত্ব বচ্ছে শতধারা।
পঞ্চানন খায় ধুৎরা ঘটা হয়ে মাতহারা।
তারা মুখে বলে রামহরি রাম ঐ প্রেমের প্রেমিক যারা।
খেয়ে তার নামের সুধা খেলে যায় ভব ক্ষুধা, —
কখন গরল-সুধা পান করে না তারা।
সদায় থাকে নিষ্ঠারতি হয়ে মরার মরা,
কত মণি মুক্তা রত্ন হীরা অর্থ লোভী লায়েক যারা।
প্রেমশক্তি চতুরদলে কুম্ভকে উঠায় ঠেলে,
প্রেম-শক্তির বাহু বলে উজান ধরায় তারা।
শতদল লঙ্ঘন করে সহস্তে যায় যারা,
লালনেরই এই ফলাফল–আসা যাওয়ায় কর্ম সারা।