প্রেম করি কুলবতী সনে।
এত কি শঠতা কানুর মনে।।
বংশী নাদে সঙ্কেত করিল।
ঘরের বাহিরে মুই আইল।।
কহে পুন হইবে মিলন।
তাই মুই আইনু কুঞ্জবন।।
বেশ বনাইল কত মতে।
আশা করি বঞ্চিনু কুঞ্জেতে ।।
কিন্তু কানু বঞ্চিয়া আমারে।
রজনী বঞ্চিল কার ঘরে।।
স্বরূপেরে এত কহি গোরা।
অভিমানে কাঁদে হৈয়া ভোরা।।
নরহরি তা হেরিয়া কাঁদে।
কেমনে কঠিন হিয়া বাঁধে।।