প্রেম করে হারালেম কুলমান।
প্রেম করিলে কাঁদিতে হয় এই হল প্রেমের বিধান।
প্রেম না করে ছিলাম গো ভালা, প্রেম করে ঘটালে জ্বালা।
সোনার অঙ্গ হইল কালা, গোকুলেতে অপমান।
না জাইনে করে পিরিতি, ঘটাইলে কেন দুর্গতি।
নিষ্ঠুর প্রেমের কঠিন রীতি, নিদয়া শক্ত পাষাণ।
যৌবনের কলি ফুটিলে, ভ্রমর আসে গন্ধ পাইলে।
যৌবন কলি শুকাইল, ভ্রমরায় ছাড়ে বাগান।
নিষ্ঠুর প্রেমে হল দুর্দশা, বলে পাগল এ দুর্বিনশা।
আর কি দিয়া খেলব পাশা, যৌবন হল অবসান।