ফুয়ল অশোক নাগকেশর রঙ্গণ।
মাধবী মালতী পরিমলে ভরু বন।।
পাটল কিংশুক কাঞ্চনের শোভা অতি।
করুণ কমল কুন্দ করবীর যূথী।।
মুকুলিত রসাল বকুল গন্ধরাজ।
ললিত লবঙ্গলতা বন্ধুজীব সাজ।।
সরোবর সরসিজগণ দিল দেখা।
হংস সারস পড়ে মেলি দুই পাখা।।
ঝাঁকে ঝাঁকে অলিকুল গুন গুন স্বরে।
মধুমদে মাতি পড়ে ফুলের উপরে।।
কোকিল পঞ্চম গায় শিখিকুল নাচে।
মলয়পবন বহে গন্ধ পাছে পাছে ।।
নির্ম্মল যমুনাজল পুলিনের শোভা।
এ যদুনন্দন পহুঁ ভেল মনোলোভা।।