বঁধুর পিরিতে আমার না পুরিল সাধে।
কোন দেশে গেল পিয়া কোন অপরাধে
মনে সাধ শুনহ বন্ধু হিয়াতে রাখিব।
ছাড়িয়া রহিলে আমি পরাণে মরিব।।
মিনতি করয়ে বন্ধু দন্তে তৃণ ধরি
শ্যাম বিহনে প্রাণ ধরিতে না পারি।।
সঙরি বন্ধুর গুণ হৃদয় বিদরে।
মনে করি বুক চিরি রাখিব অন্তরে।।
হৃদয়ে রাখিতে চাহি নয়ান মোর কান্দে।
গোবিন্দদাস কহে পিরিতের ফান্দে।।