বন্ধু হে কি আর বলিব।
তুমি যে এমন আগে কেমনে জানিব।।
যখন তোমার সনে না ছিল মিলন।
আমারে দেখিতে কত কর‍্যাছ যতন।।
বিপিনে আমার লাগি জাগিলে রজনি।
তিলে আমায় না দেখিলে তেজহ পরাণি।।
এবে আমা দেখি তুমি ফিরিয়া না চাও।
তুলিয়া রসের ডিঙ্গায় পাথারে ডুবাও।।
এবে সতী সাধে তোমায় না পাই দেখিতে।
মরুক যে পিরীতি করে খলের সহিতে।।
পহিল মিলনে যত কহিলে আমারে।
আকাশের চাঁদ দিলে হাতের উপরে।।
কত সুধা ঢাল বন্ধু কলসে কলসে।
যদুনাথ দাসে কহে বিন্দু না পরশে।।