বর নাগর সাজই নাগরী বেশা।
মুকুট উতারি সীথি সমারল
বেণী বিরচিত কেশা।।
চন্দন ধোই সিন্দূর ভালে রঞ্জই
লোচনে অঞ্জন অঙ্কা।
কুণ্ডল খোলি কর্ণফুল পহিরল
ভরি তনু কেশর পঙ্কা।।
বেসর খচিত শতেশ্বরী পহিরল
চুড়ি কনক কর কঞ্জে।
চরণ কমল পাশে যাবক রঞ্জল
তা পর মঞ্জির গঞ্জে।।
কাঁচুলি মাঝে কদম্ব কুসুম ভরি
আরম্ভল কুচ আভা।
অরুণাম্বর বর শাটী পহিরল
বক্র বিলোকন শোভা।।
ধরি পরিবাদিনি শ্যাম সুমীলনে
শুভ অনুকূল পয়ানে।
পহিলহি বাম চরণ তূলি মোহন
স্ত্রিয়া গতি লচ্ছন ভানে।।
ঐছন চরিতে মিলল যাহাঁ সুন্দরি
দুরহি একলি ঠাড়ি।
করে ধরি যন্ত্র তন্ত্র সমারত
কো ইহ লখই না পারি।।
রাইক নিকটে বাজাওত সুন্দরি
শুনইতে ভৈগেল সাধা।
এ নব যৌবনি নবীন বিদেশিনি
আও ফুকারই রাধা।।
শুনইতে শ্যাম হরখ চিতে আওল
উঠি ধনি আদর কেল।
বাহু পাকড়ি নিজ আসনে বৈসায়ল
কত কত হরষিত ভেল।।
তাহিঁ বাজাওত বীণা সুমাধুরি
রিঝি দেয়ল মণিমাল।
ঐছে বাজাওত হামারি যন্ত্রিয়া
মোহন যন্ত্র রসাল।।
সুর-অপসরী কিয়ে নাগ-কুমারী তুহুঁ
স্বরূপে কহবি সখি মোর।
আজুক দিবস সফল করি মানলুঁ
দুর্ল্লভ দরশন তোর।।
নাম গাম কহ কুল-অবলম্বন
ব্রজে আগমন কিয়ে কাজা।
সুখময়ি নাম মথুরাপুর যদুকুল
গুণিজনে পীড়ই রাজা।।
ধনি কহে তুয়া গুণে রিঝি পরসন্ন ভেল
মাগহ মানস যোয়।
মনরথ কর্ম্ম যাচবি যদি সুন্দরি
মান রতন দেহ মোয়।।
হাসি মুখ মোড়ি পীঠ দেই বৈঠল
কানু কয়ল ধনি কোর।
টুটল মান বাঢ়ল যত কৌতুক
ভূপতি কো করু ওর।।