বর নাগর সাজই নাগরী বেশা। মুকুট উতারি সীথি সমারল বেণী বিরচিত কেশা।। চন্দন ধোই সিন্দূর ভালে রঞ্জই লোচনে অঞ্জন অঙ্কা। কুণ্ডল খোলি কর্ণফুল পহিরল ভরি তনু কেশর পঙ্কা।। বেসর খচিত শতেশ্বরী পহিরল চুড়ি কনক কর কঞ্জে। চরণ কমল পাশে যাবক রঞ্জল তা পর মঞ্জির গঞ্জে।। কাঁচুলি মাঝে কদম্ব কুসুম ভরি আরম্ভল কুচ আভা। অরুণাম্বর বর […]
keyboard_arrow_right