মদনকুঞ্জ তেজি চললি চতুর দুতি
পবনক গতি সম গেল।
ক্ষিতি নখে লেখি দেখি মুখ ঝাঁপল
রাই উতর নাহি দেল।।
চতুরি দূতি তব মনহি বিচারল
কহত ললিতা সঞে বাত।
কাহে বিমুখ ভই বৈঠলি দূবরি
কি ভেল আজুক বাত।।
শুনি ললিতা সখি মৃদু মৃদু বোলত
হামারি করম মন্দ ভেলি।
নাগর কিশোর কুঞ্জে নিশি বঞ্চল
চন্দ্রাবলি সঞে কেলি।।
হাসি হাসি নিয়ড়ে যাই দুতি বৈঠল
কহতহি মধুরিম বাণী।
ইহ লঘু দোখে রোখ যব মানসি
কো কহে তোহে সিয়ানী।।
উঠ উঠ সুন্দরি মান দূর করি
বাহু পসারি করু কোর।
ফটকি হাত বাত নাহি শূনল
কোপে ভরল তনু জোর।।
রাইক নিঠুর বচন শুনি সহচরি
কোপে ভরল সব গাত।
ভূপতিনাথ রোখে তব বোলত
যবহুঁ ফটকল হাত।।