ভালই হইল রাই ভালই হইল।
আমি হইলাম গৌররূপ তুমি হইলে কাল
নিজরূপ দেখি মোর মনে হইল ক্ষোভ।
তোমার স্বরূপ হইতে হইল বড় লোভ।।
বড় মনে সাধ ছিল হব তোমার রূপ।
আপনি করিলে তুমি আপনা স্বরূপ।।
চূড়া বাঁধি দিয়াছি রাই আর না লইব।
তোমার ভাবের মালা গাঁথিয়া পরিব।।
ঋণী আমি তুমি রাই প্রেমের মহাজন।
কলিযুগে শুধিব ঋণ করিয়া কীর্ত্তন।।
রাই কহে তোমার সঙ্গে নবদ্বীপ যাব।
গোবিন্দদাস কহে প্রেমের ধার শুধিব।।