শুন শুন নিঠুর কানাই।
ব্রজে যাই পেখহ রাই।।
কিশলয় রচিত কুটীরে।
শয়নে না বান্ধই থীরে।।
সো অবলা কুলবালা।
কত সহ বিরহক জ্বালা।।
ঘামে ঘরমাইত দেহ।
গলি গলি যায়ত সেহ।।
নুনিক পুতলি তনু তায়।
আতপতাপে মিলায়।।
হেরি সখি হরল গেয়ান।
কণ্ঠহিঁ আওত প্রাণ।।
দীঘল দিবস না যায়।
কান্দিয়া রজনি পোহায়।।
কবহুঁ ঐছে মুরছান।
যামিনি দিবস না জান।।
ভূপতি কি কহব তোয়।
পুন নাহি হেরবি মোয়।।