শুন শুন নিঠুর মুরারি।
তুয়া বিরহানলে সো অতি-কাতর
তুহুঁ মধু-পুরে রহু ভোরি।।ধ্রু।।
নিমিখহি যো জন লাখ-যুগ মানই
তা সঞে এ হেন চরীত।
মধুপুর-নাগরি গোরি হেরি ভোরলি
এ তুহে নহে সমুচীত।।
দিবস অবধি করি হাতে তার মাথে ধরি
শপথি করলি কত তায়।
সো বর-নারি বাউরি সম রোয়ই
কহ তছু জিবন-উপায়।।
বুঝলুঁ হাম অব তুয়া হৃদি দারুণ
পিরীতি-পরীখণ আধি।
নিমানন্দ দাস কহ শুন বর নাগর
দারুণ পিরীতি বিয়াধি।।