মাধব নিপট কঠিন মন তোর।
হাত হাত হাম বাত শিখায়লুঁ
বাত না রাখলি মোর।।
সো বর নাগরি সহজই সুন্দরি
কোমল অন্তর বামা।
বহুত যতন করি তোহে মিলায়লুঁ
কাহে উপেখলি রামা।।
তুহুঁ অতি লম্পট কয়লহি বিপরিত
প্রেমক রীত না জানি।
হাতক লছিমি চরণ পরে ডারলি
কৈছে মিলায়ব আনি।।
বাসর জাগি আগি তৈছে উপজল
রজনি গোঙায়ল জাগি।
তোহারি বচনে হাম এক বেরি যায়ব
মীলয়ে তুয়া অতি ভাগি।।
মাধব-মানস বুঝি দুতি আওল
মীলল রাইক পাশ।
ভূপতিনাথ দেখি অতি কৌতুক
অন্তরে উপজল হাস।।