বর রামা হে সো কিয়ে বিছুরন যায়।
করে ধরি মাথুর অনুমতি মাগিতে
ততহি পড়ল মুরছায়।।
মৃদু গদগদস্বরে লহু লহু আখরে
যে কিছু কহল বর রামা।
কঠিন কলেবর তেইঁ চলি আওল
চীত রহল সোই ঠামা।।
তা বিনে রাত দিবস নহি ভাওই
তাতে রহল মন লাগী।
আন রমনিসঞে রাজ সম্পদ ময়ে
অছিএ যৈছে বৈরাগী।।
দুই এক দিবসে নিচয় হম জাওব
তুহু পরবোধবি রাঈ।
বিদ্যাপতি কহ চীত রহল তাহাঁ
প্রেম মিলায়ব যাই।।