বলরে সুবল আমি কি বুদ্ধি করিব।
দিবা অভিসারে আমি কেমনেতে যাব।।
সুবল বলয়ে রাই শুনহ বচন।
পরিধান কর তুমি মোর আভরণ।।
তোমার বেশ আমায় দাও আমি রহি ঘরে।
আমার বেশে যাও তুমি কানু ভেটিবারে।।
আপনার বেশভূষা সুবলেরে দিল।
সুবলের বসন রাই আপনি পরিল।।
রাই কহে দেখ সুবল বেশ নাহি হইল।
যদুনাথ দাস বলে প্রমাদ পড়িল।।